Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৪, ০২:১৭ পিএম


গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি

গাজীপুর জেলা কারাগারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেখানে গোলাগুলি শুরু হয়। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকাল ১১টার দিকে হঠাৎ করেই কারাগার থেকে গোলাগুলির শব্দ আসে। মুহুর্মুহূ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রায় দু‍‍`ঘণ্টা পর দুপর পৌনে ১টার দিকেও গোলাগুলি চলছিল ।

জেল সুপার জানান, হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখন খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।

আরএস

Link copied!