Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জান-মালের নিরাপত্তায় রাতভর পাহাড়ায় বিএনপি ও ছাত্রসমাজ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৩:৪০ পিএম


জান-মালের নিরাপত্তায় রাতভর পাহাড়ায় বিএনপি ও ছাত্রসমাজ

স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতা অত্যাচারী আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর, মন্দির, ব্যবসা-বাণিজ্য ও দলীয় অফিসগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করছে। তাই কোন ধরনের হামলা, ভাঙচুর ও লুটপাট আর যেন না করতে পারে, সেজন্য মানুষের জান-মালের নিরাপত্তায় কাজ করছে নান্দাইল উপজেলার বিএনপি নেতাকর্মী ও ছাত্রসমাজ।

এরই ধারাবাহিকতায় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও বারবার কারানির্যাতিত বিএনপি নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সংখ্যালঘু পরিবারের বাড়িঘর-মন্দির ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় কাজ করছে তার সমর্থকরা।

বুধবার দিবাগত রাতে নান্দাইল মডেল থানাসহ পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মন্দিরগুলোতে রাতভর পাহাড়ায় ছিল তার নেতাকর্মী ও ছাত্রসমাজ।

এছাড়াও বৃহস্পতিবার দিনব্যাপী নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নান্দাইল উপজেলা সদরের হাটবাজারের ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

পাশাপাশি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস ও ভূমি অফিসসহ সরকারের গুরুত্বপূর্ণ অফিসগুলো পরিদর্শন করে নিরাপত্তার জোরদারসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, পৌর কাউন্সিলর অলি আহম্মদ, জসিম উদ্দিন, এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!