Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

মধ্যনগরে ছাত্র জনতার বিজয় উল্লাস

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৫:২১ পিএম


মধ্যনগরে ছাত্র জনতার বিজয় উল্লাস

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে বিজয় উল্লাস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট হাসিনা সরকারের পতন হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার সময় মধ্যনগর এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আহ্বানে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেন।

ছাত্র জনতার বিজয় উল্লাস মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিজয় স্লোগান ও অপরাধীদের বিচারের দাবি তুলে বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রীরা।

এ সময় বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র মো. তুষার আহমেদ যাবের, মো. আব্দুল হালিম, গাজীপুর ভাওয়াল কলেজের ছাত্র নাজিমুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!