Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গাবালীতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির পথযাত্রা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৫:৪৪ পিএম


রাঙ্গাবালীতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির পথযাত্রা

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় সাধারণ ব্যবসায়ী ও জনগণের মধ্যে ভীতি দূর করে শান্তি ফিরিয়ে আনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে এ পথযাত্রা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময়ে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী।

বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে। দুর্নীতি, লুটপাট আর অপশাসনের দ্বারা এই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছেন। নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সারাদেশে এখনো কাজ করে যাচ্ছে তার রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। তাই শত শত ছাত্র জনতার রক্তে অর্জিত এই নতুন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র জনতা ও সকল রাজনৈতিক দলকে এখন একসাথে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে সবাই মিলে এক নতুন বাংলাদেশ গড়তে হবে।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা নিয়াজ আকন, অরুণ মীর প্রমুখ।

ইএইচ

Link copied!