Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে জখম

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৬:২৪ পিএম


নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে সাংবাদিক ইব্রাহিম খান শাকিলকে (৩৬) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

ইব্রাহিম খান শাকিল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে এবং বেসরকারি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নলছিটি উপজেলা প্রতিনিধি।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, ইব্রাহিম খান শাকিলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত ইউপি সদস্য মতিউর রহমান বলেন, স্থানীয় বিএনপির কতিপয় লোকজন আমাদের ওপর হামলা করেছে।

সাংবাদিক ইব্রাহিম খান শাকিলের খালাতো ভাই মাজেদুর রহমান জানান, শেবাচিম হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ঢাকা নিয়ে যেতে বলেছে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছি।

ইএইচ

Link copied!