Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীত বিজয় ও শান্তি মিছিল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৬:৩২ পিএম


নীলফামারীত বিজয় ও শান্তি মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষ্যে নীলফামারীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজয় ও শান্তি মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে এসে মিলিত হয়।

শান্তির মিছিলে শিক্ষার্থী ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এর আগে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানায় গিয়ে পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের কাজে ফেরার আহ্বান  জানান।

ইএইচ

Link copied!