Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জ জেলা ছাত্রদল

মানুষের জানমালের ক্ষতিসাধন করলে আজীবন বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৬:৫৯ পিএম


মানুষের জানমালের ক্ষতিসাধন করলে আজীবন বহিষ্কার

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি বা বেসরকারি স্থাপনা ও মানুষের জানমালের ক্ষতিসাধনে কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল ও এর আওতাধীন কেউ যদি সভা, মিছিল-মিটিং, সাধারণ মানুষের বাসায় লুটপাট ও ভাঙচুর, আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন এই নির্দেশনা দিয়েছেন।

ইএইচ

Link copied!