Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

জুড়ী উপজেলা পরিষদের কার্যক্রম শুরু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৭:০৫ পিএম


জুড়ী উপজেলা পরিষদের কার্যক্রম শুরু

আজ থেকে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের কার্যক্রম শুরু করা হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য দেন- জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা জামায়াতের আমির সেক্রেটারি হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, নায়েবে আমির আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপজেলা সেক্রেটারি আজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফুর রহমান আজাদী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলামিন আহমদ, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ, উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা সমরজিৎ সিংহ, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে লুসিকান্ত হাজং বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় উপজেলার সকল কার্যক্রম শুরু হয়েছে। সকল কর্মকর্তা কর্মচারী কাজে যোগদান করেছেন। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ইএইচ

Link copied!