Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহে হাসপাতাল পরিষ্কার ও শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৪, ০৭:৩২ পিএম


ঝিনাইদহে হাসপাতাল পরিষ্কার ও শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা

হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশত শিক্ষার্থী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করে।

হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার করে তারা। এছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিষ্কার করেন সেই থাকে দুগন্ধযুক্ত ড্রেন পরিষ্কার করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সোহাগ আহম্মেদ শুভ জানান, হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাহায্য করছেন সেবা নিতে। লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করেন তারা। পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য করে তারা। আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।

ইএইচ

Link copied!