Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৩:১৫ পিএম


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা

সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে সরকারের এক প্রজ্ঞাপনে সুপ্রদীপ চাকমার নাম ঘোষণা করা হয়।

সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ি সদরের কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন।

মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।

পারিবারিক জীবনে সুপ্রদীপ চাকমা ও মিসেস নন্দিতা চাকমা দুই সন্তানের জনক।

ইএইচ

Link copied!