Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

হাজী মোহাম্মদ দানেশের কবর পরিষ্কার করলেন শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৪:১৬ পিএম


হাজী মোহাম্মদ দানেশের কবর পরিষ্কার করলেন শিক্ষার্থী

দিনাজপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও তেভাগা আন্দোলনের মহান নেতা হাজী মোহাম্মদ দানেশের কবর পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

সেই সাথে শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনের সাথে বিভিন্ন রকম উন্নয়ন কাজ করে আসছেন।

এ সময় আন্দোলনে অংশ শিক্ষার্থীরা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আওতায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে যার নামে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার কবরটি অপরিষ্কার থাকায় পরিষ্কার করা হয়।

তারা আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়। ন্যায্য বিচার যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দুর করতে শত শত শহিদদের আত্মত্যাগ।

ইএইচ

Link copied!