Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৪:২৯ পিএম


ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা

ভোলায় জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানবাহনের চালকদেরকে আইন মেনে চলার পরামর্শও দেন তারা।

শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলোও এ দায়িত্ব পালন করছেন।

এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এতে যানবাহনের চালকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী জেলা শহরের কালীনাথ রায়ের বাজার চত্বর, বরিশাল দালান বাংলা স্কুল মোড়, ইলিশা চত্বর যুগীরগোল এলাকায় ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডসহ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন স্কুলকলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট, রোবাল স্কাউট, ফুল কুড়ি, বিএমসিসিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ দায়িত্ব পালন করছেন।

শিক্ষার্থী নিপা জাহান, ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী সুমন ও ভোলা সদর উপজেলার রেড ক্রিসেন্টের যুব টিম লিডার মো. রায়হান জানান, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে ঐক্যবদ্ধ হয়ে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। পাশাপাশি সব যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্যও অনুরোধ করছেন।

ইএইচ

Link copied!