Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাপ্তাই থানা পুলিশ

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৫:৪৬ পিএম


আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে কাপ্তাই থানা পুলিশ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম।

শুক্রবার তিনি প্রতিবেদকের কাছে জানান, কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায়, মানুষের জানমাল সুরক্ষায় সার্বিক পরিস্থিতি পরিচালনায় কাপ্তাই থানা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শুক্রবার বেলা ২টার পর থেকে কাপ্তাই থানায় সব কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হয়েছে।

ইতিমধ্যে থানার সকল সদস্য, এসআই, এএসআই সকলে কাজে নিয়োজিত আছে। ডিউটি অফিসার ও ফোর্সরা দায়িত্ব পালন করছে। এছাড়া কাপ্তাই উপজেলার সর্ব সাধারণকে থানার পুলিশ সদস্যদের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে কাপ্তাই থানা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হওয়াতে কাপ্তাইবাসীর নিকট স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় অনেক বাসিন্দা বলছেন, কাপ্তাই শান্তিপূর্ণ এলাকা। আমরা আশা করছি কাপ্তাই উপজেলায় সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং উপজেলায় শান্তি ফিরে আসবে।

ইএইচ

Link copied!