Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি

চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৭:৪৬ পিএম


চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ টিসিবির পণ্য জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেল, সরকারি কম্বল ও বিজিডি চাল, টিসিবির চাল, ডাল, তেল, চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০ পিস ককটেল, সরকারি ২২০ পিস কম্বল, বিজিডির ৯০০ কেজি চাল, টিসিবির ১২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল ইসলাম জানান, আমি আপনার কাছ থেকে শুনেছি। আমি বিষয়টি যেনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য বলবো।

ইএইচ

Link copied!