Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চরমোনাই পীর ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে কিশোরগঞ্জে সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৪, ০৭:৫০ পিএম


চরমোনাই পীর ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে কিশোরগঞ্জে সমাবেশ

কিশোরগঞ্জে চরমোনাই পীর ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে চরমোনাই পীর ঘোষিত সারাদেশব্যপী সমাবেশের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা আয়োজিত বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকনউদ্দিন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

এছাড়াও এতে বক্তব্য দেন- জেলা কমিটির সহ-সভাপতি এ বিএম ইমদাদুল্লাহ, রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মুছা খাঁন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নূর আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি রবিউল ইসলাম শাহিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ত্বোয়াসিন বিন মুজিবসহ ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সমাবেশে ৯ দফা প্রস্তাবনা উপস্থাপন করে সরকারের প্রতি দ্রুত  বাস্তবায়নের আহ্বান জানান।

ইএইচ

Link copied!