Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজার সদর মডেল থানায় কার্যক্রম শুরু

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

আগস্ট ৯, ২০২৪, ০৮:২২ পিএম


কক্সবাজার সদর মডেল থানায় কার্যক্রম শুরু

সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হলো কক্সবাজার সদর মডেল থানার কার্যক্রম।

শুক্রবার বিকালে সীমিতভাবে শুরু হয় কার্যক্রম। এ সময় সদর মডেল থানার ওসি রকিবুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, আপাতত সীমিত পরিসরে চলবে পুলিশি কার্যক্রম, থানায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পুরোদমে সেবা চালু করতে আরো কিছুটা সময় লাগতে পারে।

সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভির আহমেদ বলেন, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে থেকে থানার সেবা কার্যক্রম আবারো চালু করা হয়েছে, পুলিশকে তাদের কার্যক্রম পরিচালনা সবসময় সহযোগিতা করা হবে৷

এ সময় তিনি বলেন, থানা থেকে লুট হওয়া গাড়িসহ অন্যান্য অনেক মালামাল শিক্ষার্থীদের সহযোগিতায় উদ্ধার হয়েছে, বাকি মালামাল উদ্ধারেও চেষ্টা চলেছে।

লেফটেন্যান্ট কর্নেল তানভির বলেন, দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে পর্যটন খাত, আর কক্সবাজার হলো দেশের পর্যটন রাজধানী। তাই এই পর্যটন খাতকে চালু করতে চেষ্টা চলছে। ইতিমধ্যে পর্যটন এলাকয়া নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই সাথে নিয়েমিত সেনা টহল চলমান আছে হোটেল মোটেলসহ পর্যটন এলাকা গুলোতে।

ইএইচ

Link copied!