Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

আগস্ট ১০, ২০২৪, ০২:৪৬ পিএম


মধুপুরে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চতুর্থ দিনের মতো ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে মধুপর ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার টাঙ্গাইল এরিয়ার সেলস ম্যানেজার।

এ সময় উপস্থিত ছিলেন-, ওয়াল্টন প্লাজা মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো. আল মাসুর রহমান, এসি সেলস মনিটরিং আবুল হাসান, মো. সরোয়ারদিসহ অন্যান্য কর্মকর্তারা।

যানজট নিরসনে  ট্রাফিকের  কাজ করে যাচ্ছেন মধুপুরের  সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন  কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। 

মধুপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তারা। অনেকেই তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে খাবার ও পানি হাতে তুলে দিচ্ছেন।

সকাল থেকে বিকাল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলসভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুলকলেজের রোভার স্কাউটসহ আনসার সদস্যদের।

ইএইচ

Link copied!