Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাগেরহাটে বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০২:৫২ পিএম


বাগেরহাটে বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা

শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা। সারাদেশের মতো বাগেরহাটেও একার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।

শনিবার সকাল থেকে বাগেরহাট শহরের চাল ও কাঁচাবাজার, মাছ বাজার দুটি দলের বিভক্ত হয়ে বাজার মনিটরিং করতে দেখা যায়।

শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।

শিক্ষার্থী হাসিবুল ইসলাম, হাসান মাহমুদ, মো. বাবু মাঝি, সৈকত শাহরিয়ারের নেতৃত্বে ছেলেদের একটি দল ও জান্নাতুল, সানজানা ইসলাম, আয়শা আক্তারের নেতৃত্বে দুটি দল বাজার মনিটরিংয়ে অংশ নেয়।

হাসিবুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা। আজকে আমাদের শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত হয়ে শহরের কাঁচা বাজার, মাছ বাজার ও চালের দোকানে মনিটরিংয়ে অংশ নেয়।

এ সময় ব্যবসায়ীদের কাছে যদি কেউ চাঁদাবাজি করতে আসলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের জানানোর অনুরোধ করা হয়।

ইএইচ

Link copied!