Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পুলিশের কার্যক্রম শুরু করতে থানা পরিদর্শনে সেনাবাহিনী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৩:১৭ পিএম


পুলিশের কার্যক্রম শুরু করতে থানা পরিদর্শনে সেনাবাহিনী

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করেছেন ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসীহুল রহমান।  

শুক্রবার সন্ধ্যা ৬টায় দিকে তিনি থানা পরিদর্শনে আসেন।

এই সেনা কর্মকর্তা থানা পরিদর্শনকালে সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডিয়ার কমান্ডার মো. শফিউল আজম, ২৯ ইষ্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান, টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মূসা, থানা অফিসার ইনচার্জ (অতিরিক্ত) সালাউদ্দিন আহমেদ, গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে হোসাইন মোহাম্মদ মাসীহুল রহমান মির্জাপুর থানা পরিদর্শন করেন। মিলনায়তনে উপস্থিত থানা পুলিশের সদস্যদেরকে কার্যক্রম শুরু করতে বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে আপনারা কাজে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে আছে। এরপর তিনি থানা চত্বরে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব আবুল কাশেম, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!