Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

শেবাচিম হাসপাতাল ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১০, ২০২৪, ০৪:৩২ পিএম


শেবাচিম হাসপাতাল ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

বৈষম্যহীন আন্দোলনে অংশ নেয়া বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোর পরে শনিবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় ৩টি দলে ভাগ হয়ে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীরা প্রথমে হাসপাতালের আউটডোরে ওষুধ প্রতিনিধিদের উপস্থিত পেয়ে সচেতন করে বের করে দেয় এবং তাদের প্রবেশ সময়ের আগে ডাক্তারের চেম্বারে না ঢোকার জন্য অনুরোধ জানান।

এ সময় হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবার ও রান্না ঘর পরিদর্শন করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও ডিমের মধ্যে পোকা পাওয়ায় সেই ডিম বদলানোর অনুরোধ জানায়।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা সঠিক সময়ে না আসায় রোগীর হয়রানি হওয়ায়ার ও প্রতিবাদ জানান।

এ সময় শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. সাইফুল ইসলামের কাছে শিক্ষার্থীরা গিয়ে বিভিন্ন অসংগতির কথা তুলে ধরে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি প্রথমে সচেতন করে পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাল দিয়ে আসে।

অপরদিকে বরিশালের বাজার রোডের হক মিষ্টান্ন ভাণ্ডার ও বেশ কয়েকটি মুদি দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরকারের দেয়া সঠিক তালিকা অনুযায়ী বিক্রি এবং সরবরাহের অনুরোধ জানান।

ইএইচ

Link copied!