Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

সীমিত আকারে চালু হলো ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

আগস্ট ১০, ২০২৪, ০৪:৪৪ পিএম


সীমিত আকারে চালু হলো ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম

বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত আকারে চালু হয়েছে ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম।

শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাসহ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ সময় ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ, উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানানো হয়, দেশের ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এলাকায় মাদক, স্বর্ণ পাচারসহ অন্যান্য অপরাধ হয়ে থাকে। পুলিশ কর্মবিরতি পালন করায় এলাকায় অপরাধ বাড়ছে। তাই উপজেলার মানুষের কথা চিন্তা করে ও পুলিশের নিরাপত্তা বিবেচনা করে বিজিবির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এদিকে পুলিশ জানায়, এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবি মানা হলেই দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা।

ইএইচ

Link copied!