এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৪, ০৫:৩৯ পিএম
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৪, ০৫:৩৯ পিএম
ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কার্যক্রম। এর আগে শিক্ষার্থীরা থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন। এছাড়া এদিন চালু করা হয়েছে থানার কর্মকাণ্ডও, শনিবার বেলা সাড়ে ১২টা থেকে থানাটির পুলিশি কর্মকাণ্ড চালু করা হয়।
এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
এনায়েতপুর থানার পুলিশি কার্যক্রম পালনের জন্য মো. হাসিবুল ইসলামকে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন। এর আগে সকাল থেকে থানা কম্পাউন্ড পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মো. মাসুদ রানা, সরকারি আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মো. আয়নুল হক, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রওশন আলী মন্টু সরকার, সদস্যসচিব মো. মুনজুর রহমান মুঞ্জ শিকদার, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুস সালাম, থানা যুবদলের আহ্বায়ক মো. জাহিদ হোসেন জহুরুল, সিনিয়র যুগ্নআহ্বায়ক মো. আল্লেক চাঁন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা জামায়াতের আমির মো. সেলিম রেজা, সেক্রেটারি মো. মোফাজ্জাল হোসেন, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, যুগ্নআহ্বায়ক সোনাউল্লাহ সরকার, থানা শ্রমিকদলের সভাপতি মো. ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. ইউসুফ আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুল হাসান সোহাগ প্রমুখ।
ইএইচ