Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গাবালীতে জনসাধারণের নিরাপত্তায় নৌবাহিনীর টহল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৫:৫০ পিএম


রাঙ্গাবালীতে জনসাধারণের নিরাপত্তায় নৌবাহিনীর টহল

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণ, সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায় ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রাত্যহিক পেট্রলিং পরিচালনা করেছে নৌবাহিনীর সদস্যরা।

শনিবার দুপুর ১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ বাজারে ঘুরে ঘুরে স্থানীয় ব্যবসায়ী, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. ফিরোজ শিকদার।

এ সময় তারা উপস্থিত  সকলের মতামত শোনেন।

রাঙ্গাবালীর দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. ফিরোজ শিকদার জানান, ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রাত্যহিক পেট্রলিং কার্যক্রমের অংশ হিসেবে আজ চরমোন্তাজ পরিদর্শনে এসেছি। স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও ছাত্রদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনেছি। আমরা এখানকার সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের মন্দিরও পরিদর্শন করেছি। সবার সাথে মতবিনিময় করে চরমোন্তাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মনে হয়েছে। সকলের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়তে পারবো বলে আশা করি।

ইএইচ

Link copied!