Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৫:৫৭ পিএম


হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখল, নির্যাতন ও মন্দির ভাংচুরের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামের একটি সংগঠন।

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এরপর ঢাকা-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকার ও প্রশাসনের কাছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা চান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হেমন্ত দাস, জেলা কমিটির সহ-সভাপতি চঞ্চল মজুমদার, সাবেক সহ-সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!