Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সংখ্যালঘুদের উপর হামলা লুটপাট-অগ্নিসংযোগের বিরুদ্ধে ফরিদপুরে প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৬:১৭ পিএম


সংখ্যালঘুদের উপর হামলা লুটপাট-অগ্নিসংযোগের বিরুদ্ধে ফরিদপুরে প্রতিবাদ

দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা, ধর্ষণ, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সম্মিলিত হিন্দু সমাজের ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলার বিভিন্ন জায়গা থেকে  সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন জায়গায় হিন্দু মা-বোনদের ধর্ষণ করা হয়। দেশত্যাগের হুমকি দেওয়া হয়। রাতের আঁধারে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনও বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে।

এ সময় তারা দেশজুড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান। একই সাথে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়ন যারা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সুকেশ সাহা, অ্যাডভোকেট স্বপন পাল প্রমুখ।

ইএইচ

Link copied!