অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৪, ০৬:৫২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৪, ০৬:৫২ পিএম
অভয়নগরে নওয়াপাড়া আমেনা মহিলা মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্রীরা ও অভিভাবকেরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন।
শনিবার সকালে ২ শতাধিক ছাত্রী ও ১ শতাধিক অভিভাবকসহ বিভিন্ন লেখা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তিন শিক্ষকের বিরুদ্ধে অপসারনসহ মাদরাসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন স্লোগানে স্লোগানে এলাকা মুখোরিত করে তোলে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক রবিউল ইসলাম, মোস্তফা ও ক্বারী নজরুল ইসলামকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে। প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহকে অনতিবিলম্বে মাদরাসায় তার প্রধান দায়িত্বে আনতে হবে। মাদরাসার সাবেক বরখাস্তকৃত ১৪ জন শিক্ষককে পুনরায় তাদেরকে বহাল করতে হবে। আবাসিক মাদরাসায় দেখভালে থাকা খালাম্মাদের চাকরি থেকে চাকুরিচ্যুত করা হোক। অসহায় গরীব মেধাবী ছাত্রীদের বেতন কমাতে হবে, খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। ছাত্রীদের এই আন্দোলনের কারণে পরবর্তীতে যেন কোন নির্যাতন করা না হয়। সেদিকে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। যে অভিভাবকদের একাধিক সন্তান মাদরাসায় লেখাপড়া করে তাদের মধ্যে অন্তত একজনকে ফ্রি করতে হবে।
শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও সাধারণ জনগণ একাত্নাতা প্রকাশ করে বলেন, আমরা সন্তানদের মাদরাসাতে পাঠাই ইসলামের সঠিক বিধান মেনে জীবন গড়তে পারে। তবে তাদের সাথে যেসকল শিক্ষকেরা অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। মাদরাসার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতেই বাংলাদেশ তারা এখন ভালোমন্দ সবই বোঝে। তাদের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না। সাধুদের সাবধান হতেও বলেন তারা।
এ সময় শিক্ষার্থীদের সমস্যা কথা শুনে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব গণি সরদার।
তিনি বলেন, ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়া হবে, অভিযুক্ত শিক্ষকের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক মাসুম বিল্লাহকে পুনরায় বহাল করা হবে। বাকি অভিযোগগুলো রোববার সকালে মাদরাসার অফিস কক্ষে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সঙ্গে বসে বাকি অভিযোগের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। এ সময় জড়িত শিক্ষকদের বরখাস্তের সংবাদের পর ছাত্রীদের আন্দোলন সমাপ্তি হয়।
ইএইচ