Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে আনসার ভিডিপির অভিযান লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৬:৫৯ পিএম


ফেনীতে আনসার ভিডিপির অভিযান লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফেনীতে আনসার ভিডিপির অভিযানে জেলার ছাগলনাইয়া থানার লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার জেলা আনসার-ভিডিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, শেখ হাসিনার সরকারের পতনের পর ওইদিন রাতেই ছাগলনাইয়া থানা থেকে বেশকিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

এরপর শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি অস্ত্র ও থানা পুকুর থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তুজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুনে ক্ষতিগ্রস্ত অস্ত্রের ৪টি অংশ, একটি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়।

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনসার ও ভিডিপির ৫ ও ১৮ ব্যাটালিয়নের দুটি টিম ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে অস্ত্র উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অস্ত্রগুলো বর্তমানে জেলা আনসার- ভিডিপি কার্যালয় হেফাজতে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা হাজারী, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ইএইচ

Link copied!