Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে জামায়াতের কর্মীরা পাহারা দিচ্ছে মন্দির ও থানা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

আগস্ট ১০, ২০২৪, ০৭:২৩ পিএম


টাঙ্গাইলে জামায়াতের কর্মীরা পাহারা দিচ্ছে মন্দির ও থানা

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুরে জেলা জামায়াত টাঙ্গাইল প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রতিটি থানার সামনে এবং বিভিন্ন এলাকায় মন্দিরের সামনে পাহারা বসিয়েছে যাতে কেউ কোন আক্রমণ করতে না পারে। জনসাধারণের জানমাল রক্ষায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, এখন আমরা এক নতুন বাংলাদেশ দেখছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। এই আন্দোলন সকলের আন্দোলন। এই আন্দোলনকে কেউ বিতর্কিত করার দু:সাহস দেখাতে পারবে না।

আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের স্যালুট জানিয়ে তিনি বলেন, আজকের তরুণরা আগামীতেও মাঠে থাকবে। ভবিষ্যতে আবার কেউ অত্যাচার নির্যাতন করতে এলে তরুণরা তা রুখে দেবে। যারা আন্দোলনকারীদের নির্যাতন ও হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এক প্রশ্নের জবাবে আহসান হাবিব মাসুদ বলেন, জামায়াত-শিবির সন্ত্রাসী সংগঠন নয়। বরং যারা এটা বলে তারাই সন্ত্রাসী। আমাদের কোন জনশক্তি কোথাও সন্ত্রাস করে থাকলে প্রমাণ দিন; আমরাই তার বিচার করব। জামায়াত শিবিরের কেউ কারো এক ইঞ্চি জমি দখল করেছে তা প্রমাণ করতে পারলে জামায়াত ছেড়ে দেব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবীর, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, টাঙ্গাইল শহর শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সদর উপজেলা(পূর্ব) শাখার সভাপতি অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ, সেক্রেটারি মাজহারুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!