Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে দিনমজুরের বসতঘর দখল, আহত ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৭:২৮ পিএম


লক্ষ্মীপুরে দিনমজুরের বসতঘর দখল, আহত ৭

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বৃদ্ধ দিনমজুরের বসতঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

এ সময় বাঁধা দিতে গেলে ওই দিনমজুর পরিবারটির সাতজন সদস্যকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় রাতে ভুক্তভোগী পরিবারের আহত সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

এর আগে শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গুরুতর আহত দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আহাজান মিয়ার ছেলে দুলাল মিয়া (৬৫), হারুন (৬০), মহিন (৪২), মর্জিনা আক্তার, লিলি আক্তার ও সালমা কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আসলাম গাছি বাড়ির বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- সৈয়দ আহম্মদের ছেলে কবির হোসেন, হানিফ, আনোয়ার, পারভেজ, পাভেল, বাহার, রিপন, ইশাদ, সেলিম মোল্লা ও তুহিন। তারা সবাই একই বাড়ির বাসিন্দা।

আহত হারুন, মর্জিনা ও স্থানীয় কয়েকজন জানান, আসলাম গাছি বাড়ি আহাজান মিয়ার ছেলেদের পৈত্রিক ও ওয়ারিশ সম্পত্তি। তারা সেখানে বসতঘর নির্মাণ করে পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছে। অভিযুক্ত সৈয়দ আহম্মদের ছেলেরা ওই বাড়িতে কিছু সম্পত্তি ক্রয় করে বসবাস করছে। দেশের চলমান পরিস্থিতিতে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করে ও তাদের বসতঘর দখলে নেয়।

এ বিষয়ে অভিযুক্ত মো. হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে তিনি বলেন, হামলা ও মারধরে আমার মা, ভাই বোনসহ আমাদেরও ৫ জন আহত হয়েছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দায়িত্বশীল কাউকেই বক্তব্য নিতে পাওয়া যায় নি।

তবে সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, থানাগুলোতে পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করতে তারা কাজ করছেন। এ সময়ের মধ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি তাদের জানানোর অনুরোধ করেন।

ইএইচ

Link copied!