Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুষ্টিয়ার ৬ থানায় ফিরেছে পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৮:০৬ পিএম


কুষ্টিয়ার ৬ থানায় ফিরেছে পুলিশ

কুষ্টিয়া জেলার ৭টি থানার মধ্যে ৬টিতে ফিরেছেন পুলিশ সদস্যরা। তবে তারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে শুরু করেননি। এছাড়া, অগ্নিসংযোগে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কুষ্টিয়া মডেল থানায় এখনো ফেরেননি পুলিশ সদস্যরা।

কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, মামলা ও জিডি নেওয়ার মতো কিছু সেবা চালু হয়েছে থানাগুলোতে। জেলার দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, ইবি, কুমারখালী ও খোকসা এই ছয়টি থানাতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

তিনি আরও বলেন, অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কুষ্টিয়া সদরের মডেল থানা এখনো পুলিশ শূন্য। থানা পাহারায় রয়েছেন আনসার সদস্যরা। আজও থানা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, পুলিশ না থাকায় কুষ্টিয়া শহরে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করেন। এছাড়া তারা শহর পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের কাজও করেছেন।

ইএইচ

Link copied!