Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গণস্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০২:৩২ পিএম


গণস্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহানকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারী। পরে ওই সিগনেচার করা সাদা কাগজে গণস্বাস্থ্যের সকল কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির নোটিশ প্রদান করা হয় বলে জানা যায়।

শনিবার সন্ধ্যার দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল ভবনের ২য় তলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান।

এ সময় তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কিছু দুষ্কৃতকারীরা আমার আশুলিয়ার নলাম এলাকার বাসভবনে প্রবেশ করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকে। পরে তারা আমার কাছ থেকে একটি সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে। তবে কাগজটি ভাজ করা থাকায় ওপর পিটে কিছু লেখা ছিল কিনা তা আমি বলতে পারছি না। এরপরেই বিষয়টি নিয়ে গণস্বাস্থ্যের অন্যান্য কর্মকর্তাদরর সাথে আলাপ আলোচনা করে আমি এ বিষয়ে একটি জরুরি নোটিশ প্রদান করি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমুদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত সুনামের সহিত পরিচালিত গণস্বাস্থ্য কেন্দ্রের সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উঠে পরে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ গণস্বাস্থ্যের প্রধান নির্বাহীর বাসভবনে গিয়ে তার নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়। একটি স্বাধীন দেশে এ রকম ঘটনা আমি কোনো ভাবেই মানতে পারছি না। আমি 
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় গণস্বাস্থ্য হাসপাতালে একাধিক কর্মকর্তাসহ কর্মীচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!