Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাবনায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ১১, ২০২৪, ০৩:০৫ পিএম


পাবনায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পাবনায় শহীদ চত্বেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে পাবনা শহরের হিন্দু সম্প্রদায়ের নিপীড়ন বিরোধীদের উদ্যোগে শহীদ চত্বেরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশ চলাকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়ায় মহল্লায়, ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। আতঙ্ক নিরসনে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েও পাচ্ছেন না।

এ নসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে ১০ শতাংশ প্রতিনিধিত্ব দাবি করেন তারা বক্তারা এ সময়, আগামী দুই দিন এই প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

ইএইচ

Link copied!