Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিদ্ধিরগঞ্জে ইপিজেড গেটের সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৩:১৮ পিএম


সিদ্ধিরগঞ্জে ইপিজেড গেটের সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড গেটের সামনে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করেছেন।

রোববার সকালে ১১টায় রপ্তানিমুখী শিল্প এলাকায় ইপিজেড গেইট বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৪০০ চাকরি প্রত্যাশী জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয়।

এ বিষয়ে আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহবুব আহমেদ সিদ্দিক আমার সংবাদকে জানান, চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছেন, তারা ইপিজেড গেটের সামনে থেকে ভিতরে ঢুকতে চেষ্টা করলে তাদেরকে আটকানোর চেষ্টা করেন। ইপিজেড গেইটে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ইপিজেড ফ্যাক্টরিতে বেশির ভাগ মেয়ে শ্রমিক কাজ করছে, আমরা বৈষম্য দূর করে সমাধান করার জন্য চেষ্টা করবেন।

ইএইচ

Link copied!