Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে ছাত্রসমাজের উদ্যোগে রাস্তা পরিষ্কার ও সংস্কার অভিযান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

আগস্ট ১১, ২০২৪, ০৩:৩৫ পিএম


গুরুদাসপুরে ছাত্রসমাজের উদ্যোগে রাস্তা পরিষ্কার ও সংস্কার অভিযান

গুরুদাসপুর পৌরসভার বিভিন্ন রাস্তায় ছাত্রসমাজের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রাস্তা পরিষ্কার ও সংস্কার কাজ।

রোববার (১১ আগস্ট) সকাল থেকে  এই উদ্যোগে ছাত্ররা নিজেরাই রাস্তা পরিষ্কার করার পাশাপাশি বেশী ভাঙা রাস্তাগুলোর সংস্কার কাজেও হাত লাগাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন বাজার ও টার্নিং পয়েন্টে ট্রাফিকের দায়িত্বও পালন করেন।

এই সামাজিক উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার নাগরিকদের চলাচল নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষ্য নিয়ে কাজ করছেন ছাত্ররা। তাদের দাবি, যতদিন পর্যন্ত সমস্ত রাস্তা সম্পূর্ণরূপে পরিষ্কার ও সংস্কার না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। ছাত্রদের এই উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন এবং তাদের কাজকে প্রশংসা করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদের এই উদ্যোগকে সমর্থন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, ছাত্রদের এই পদক্ষেপ গুরুদাসপুরের নাগরিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

বিআরইউ

Link copied!