Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৪:০৯ পিএম


ধামইরহাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় নওগাঁর ধামইরহাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার দুপুর ১টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে ১৪ সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল আজিজ মন্ডলকে সভাপতি, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আবু হেনা মো. মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি রেজুয়ান আলমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি দৈনিক প্রথম বাংলার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি মো. মোতারফ হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক উত্তরবঙ্গ বার্তা প্রতিনিধি এ কে এম সেলিম রেজা রিপন, কোষাধ্যক্ষ আমাদের অর্থনীতি প্রতিনিধি মো. মাসুদ সরকার, ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. রুহেল আহাম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলার দূত প্রতিনিধি নুর সাইদ, ধর্মবিষয়ক সম্পাদক দৈনিক দাবানল প্রতনিধি মো. আব্দুল্লাহ হামিদী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপরাধ বিচিত্রা প্রতিনিধি মো. মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, নির্বাহী সদস্য দৈনিক সবুজ বাংলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও সদস্য হিসেবে দৈনিক উত্তরবঙ্গের সংবাদ প্রতিনিধি এসএম মাসুদুর রহমানকে মনোনীত করা হয়।

ইএইচ

Link copied!