Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে সভা

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৫:০৭ পিএম


নবাবগঞ্জে আইনশৃঙ্খলা উন্নয়নে সভা

নবগঠিত ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে রোববার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলার উন্নয়ন সভা করে।

প্রশাসনের সকল দপ্তরের কার্যক্রম সচল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, উপজেলা প্রশাসন রাষ্ট্র পরিচালনার করার একটি অংশ বিশেষ। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় এ উপজেলার জনসাধারণকে তাদের প্রাপ্য সেবা দিতে চাই। এজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা যাতে বর্তমান সরকারের সকল কার্যক্রম ও নির্দেশনা পালন করে জনগণের সেবা করতে পারি।

সভায় দোহার নবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর ইফতেখার বলেন, গুজব ও আতঙ্ক নয়, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী কাজ করছে। সরকারের সকল নির্দেশনা মেনে সবাইকে চলতে হবে। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য পুলিশ আনসার ও সমাজের সুধী মহলকে এগিয়ে আসতে বলেন।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, ইমাম, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তি।

ইএইচ

Link copied!