Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা থানার কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৭:৪৯ পিএম


সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা থানার কার্যক্রম শুরু

সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুরে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় ফতুল্লা থানা পুলিশকে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া ফুলের শুভেচ্ছা পেয়ে বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে থানাকে নাশকতার হাত থেকে রক্ষা করেছেন। তিনি যথা সময় থানার সামনে উপস্থিত না থাকলে পুলিশ সদস্যদের ও থানা কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

তিনি আরও বলেন, থানা বিএনপির সভাপতি টিটুসহ দলের সকলে অত্যন্ত পরিশ্রম করে ফতুল্লার শিল্পাঞ্চলকে শান্ত রেখেছেন। ব্যবসায়ী ও জনসাধারণের জানমাল রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন এজন্য ফতুল্লা থানা বিএনপি সকলকে তিনি ধন্যবাদ জানান।

এর আগে, বিএনপির নেতৃবৃন্দ ফতুল্লা প্রেসক্লাবের সদস্যসহ ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ইএইচ

Link copied!