Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের টহল জোরদার

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৮:৩১ পিএম


ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের টহল জোরদার

ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও ধর্মীয় বিভিন্ন উপাসনালয় নিরাপত্তা কার্যক্রমে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১১ আগস্ট) দুপুরে থেকে টহলে নেমেছেন তারা। জেলার ইলিশা লঞ্চঘাট, ফেরিঘাট, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা জোরদার করে তারা।

বাংলাদেশ কোস্টগার্ডের সেক্টর কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে। কোন নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা সচেষ্ট ও বন্ধ পরিকর। বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীর ধর্মীয় উপাসনালয়, থানায় দুষ্কৃতকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। 

রই ধারাবাহিকতায় ভোলা জেলার ভেদুরিয়া এবং ইলিশায় লঞ্চঘাট ও ফেরিঘাট, ভোলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ধর্মীয় উপাসনালয়ে সার্বক্ষণিক নিরাপত্তা টহল চলমান রয়েছে। কোস্ট গার্ডের এ কার্যক্রম দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও ভোলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কোস্ট গার্ড কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৩৯৯৯, ০৬৭৬৯-৪৪৩৩৩৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 

এছাড়াও কোথায় কোনো ধরনের আশঙ্কা দেখা দিলে কোস্টগার্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।

আরএস

Link copied!