Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রায়পুরে জামায়াত শিবিরের শোকরানা মিছিল ও সমাবেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ১২:১৪ পিএম


রায়পুরে জামায়াত শিবিরের শোকরানা মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের শোকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার রায়পুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে যোগ দেন প্রায় ১৫ হাজার মানুষ।

বিকাল ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা জড়ো হতে থাকে বড় মসজিদের আশেপাশে। নেতাকর্মীদের এই ঢল রূপ নেয় জনসমুদ্রে।

বড় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে শহীদ ওসমান গণি চত্বর হয়ে বাসস্ট্যান্ডে সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য দেন। আওলাদে রাসূল সাইয়্যেদ মাহবুব জাবেরীর মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির স্যাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি ফারক হোসেন নূরনবী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইসমাইল হোসেন, অধ্যাপক মনির আহাম্মদ, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, সহ-সেক্রেটারি আবুল কাসেম, পৌরসভা আমির হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সেক্রেটারি ফজলুল করিম, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি সাইফুর রহমান রাকিব, শহীদ ওসমান গণির বাবা আবদুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!