Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সুন্দরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ১২:২১ পিএম


শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সুন্দরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সুন্দরগঞ্জে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা নায়েবে আমির মাজেদুর রহমান মাজেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার, হাফিজা সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাফি মিয়া, রংপুর কারমাইকেলের সহস্র, নুর আলম মিয়া, মেহেদী হাসান মিম, মাহিগঞ্জ কলেজের শিক্ষার্থী পলক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসাদুজ্জামান আসাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সহ আরও অনেকে।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি হামলা, ভাঙচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য বিশেষ আলোচনা করেন।

ইএইচ

Link copied!