Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

হাতিয়ায় বাজার মনিটরিং করছে সাধারণ শিক্ষার্থীরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০১:৩০ পিএম


হাতিয়ায় বাজার মনিটরিং করছে সাধারণ শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাতিয়ায় বিশৃঙ্খলা অরাজকতাসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে।

সোমবার ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের   সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজলের নেতৃত্বে শিক্ষার্থীরা হাতিয়া শহরের ওছখালী শাহাজান সুপার মার্কেটে কাঁচা তরকারির দোকান, মুদি দোকান, মাছের দোকান, মুরগির দোকানে মনিটারিং কার্যক্রম চালান তারা।

শিক্ষার্থীরা পণ্যের গুণগতমান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করতে দেখা গেছে তাদের। এছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী আসিফুর রহমান স্বজল জানান, নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা হাতিয়ার  বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি।

ইএইচ

Link copied!