Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কাশিয়ানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৩:৩১ পিএম


কাশিয়ানীতে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভা করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান।

সোমবার বেলা ১১টায় কাশিয়ানী উপজেলা সদরে রেলওয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরাফত হোসেন লাবলু, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জামিলুর রহমান জাপান, ইউনিয়ন আওয়ামী লীগে সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শেখ মো. মাসুদ রহমান, যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পিকুল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা প্রমুখ। 

ইএইচ

Link copied!