Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৩:৪৫ পিএম


নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক

নেত্রকোণায় সেনাবাহিনীর একটি টিম জেলার দূর্গাপুরের আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জন চিনি চোরাচালান কারবারিকে আটক করেছে।

নেত্রকোণায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রোববার গভীর রাতে জেলার দূর্গাপুর উপজেলা আত্রাখালী বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ ৪ চোরাচালান কারবারিকে আটক করেছে।

আটককৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি চোরাকারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আটককৃত ৪ চোরাকারবারির নাম প্রকাশ করা হয়নি।

সোমবার দুপুরে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ আটককৃত ৪ জন চোরাচালানকারীকে ৩১ বিজিবি এর নিকট হস্তান্তর করা হয়েছে।
ইএইচ

Link copied!