Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কর্মবিরতি প্রত্যাহার, কর্মস্থলে যোগ দিয়েছে নাগরপুর থানা পুলিশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৫:৪২ পিএম


কর্মবিরতি প্রত্যাহার, কর্মস্থলে যোগ দিয়েছে নাগরপুর থানা পুলিশ

বাংলাদেশ পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) নিজ কর্মস্থলে যোগদান করেছে নাগরপুর থানা পুলিশ ইউনিট। সকল পুলিশ সদস্যরা কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়ে দুপুরে মোটরসাইকেল র‍্যালী বের করে মামুদনগর, গয়হাটা, সহবতপুর ইউনিয়ন সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ জনগণের বন্ধু ও জনসাধারণের ভরসাস্থল। সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য পুলিশি কার্যক্রম চলমান থাকবে। জনগণের ভীতি সংশয় কাটিয়ে আগের মতো সব ধরনের নাগরিক সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন মুঠোফোনে জানায়, সোমবার নাগরপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা যোগ দিয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত আছে এবং থাকবে।

আরএস
 

 

Link copied!