Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ক্লাস বর্জনের হুশিয়ারী

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট করায় শিক্ষার্থীদের মানববন্ধন!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৫:৪৬ পিএম


ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট করায় শিক্ষার্থীদের মানববন্ধন!

বগুড়ার শাজাহানপুরের মানিক দিপা দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে অন‍্যায়ভাবে মারপিট ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিবাদে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তদন্ত করে দোষী ব‍্যক্তিদের বিরুদ্ধে জরুরী ভাবে আইনী ব‍্যবস্থা গ্রহণ না করা হলে ক্লাস বর্জনের হুশিয়ারীও দেন শিক্ষার্থীরা। এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক বাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিদ‍্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অভিভাবক সহ সাবেক ছাত্রজনতা।

অভিযোগে উল্লিখিত ঘটনাবলী মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম জানান, গত ৭ আগস্ট ছাত্রছাত্রীদের ছুটির পর একাই অফিসিয়াল কাজকর্ম করছিলাম। এমন সময় স্কুল এলাকার মানিকদিপা মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে বিএনপি নেতা মহসিন আলী, পুর্বপাড়ার মৃত মনছের আলীর ছেলে আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেত রঞ্জু ও তার ছোট ভাই রেজাউল করিম রেজাগনের নেতৃত্বে অজ্ঞাত অন্তত আরও ২৫জন সন্ত্রাসী সহ আমার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে শারীরিকভাবে নির্যাতন চালায়। এমনকি তারা একটি পদত্যাগ পত্র লিখে এনে সেখানে আমাকে স্বাক্ষর করতে চাপ সৃষ্টি করে। এতে আমি পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন ভয়ভীতি সহ হত‍্যার হুমকি দিয়ে চলে যায়। এমতাবস্থায় আমি ও আমার অন‍্যান‍্য শিক্ষকগণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত বিএনপি নেতা মহসিন আলী সাংবাদিকদের জানান, সেখানে আমি তাদের অন‍্যায়ের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মানববন্ধনের খবর পাওয়া গেছে। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষী ব‍্যক্তিদের বিরুদ্ধে আইনী ব‍্যবস্থা নেয়া হবে।

আরএস

Link copied!