Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় সকল ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে শান্তি সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৬:৩২ পিএম


নেত্রকোণায় সকল ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে শান্তি সমাবেশ

শান্তি ও সম্প্রীতির জেলা নেত্রকোণায় সকল ধর্ম বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখা এই শান্তি সমাবেশের আয়োজন করে।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মানিক তালুকদার, মনুজ সরকার, দীপক সরকার, মহাদেব পাল, সুমন সরকার, লিপটন পাল, আনিসুল হক খান, নিরঞ্জন হাজং, ওয়ালসেং, রুমা মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের সকল বর্ণের, সকল গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

আরএস

Link copied!