Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আগস্ট ১৩, ২০২৪, ০১:২৭ পিএম


স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে নেতারা সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন।

মিছিলটি জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে।

 

বিআরইউ

Link copied!