Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৪:৩১ পিএম


ভোলায় শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক ও অন্যান্য পুলিশ সদস্যদের কর্মবিরতির কারণে ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্টে সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সনদপ্রাপ্তদের মধ্যে রয়েছে- বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় পুলিশ সুপার ও নৌবাহিনীর কর্মকর্তারা গত কয়েকদিনে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।

একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আহ্বান জানান।

এতে জেলা পুলিশ ও নৌ-বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!