Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে কলেজের অধ্যক্ষসহ ৪ শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৫:২৬ পিএম


নাটোরে কলেজের অধ্যক্ষসহ ৪ শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ ৪ শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে এ দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে কলেজের শিক্ষার্থী মুসা আকন্দ, বাদশা খান, হাসিবুর রহমান মুন্না ও শিশির মাহমুদ বক্তব্য দেন।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনএস সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ ৪ শিক্ষক বিরোধিতা করেছেন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। তারা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেছে। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। কলেজ ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তারা।

বিক্ষোভের সময় অধ্যক্ষ জহিরুল ইসলাম কলেজ না থাকায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের কারো পক্ষে অবস্থান নেয়ার সুযোগ নেই। আমিসহ কলেজের কোনো শিক্ষক কারো পক্ষে অবস্থান গ্রহণ করিনি।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা আব্দুল বারি জানান, কলেজ অধ্যক্ষের পদত্যাগ বা বদলি মন্ত্রণালয়ের বিষয়। উপরে জানানো হয়েছে। নির্দেশনা আসলে তা মানা হবে।

ইএইচ

Link copied!