Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের লুট হওয়া মালামাল উদ্ধার করলো ছাত্ররা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৪, ০৫:৩৩ পিএম


মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের লুট হওয়া মালামাল উদ্ধার করলো ছাত্ররা

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়ার পর সারাদেশের মতো ঝিনাইদহের মহেশপুরেও বিভিন্ন স্থাপনাতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়াও লুটপাটের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। সেসব মালামাল উদ্ধার অভিযানে নেমেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা।

মঙ্গলবার সকালে মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। পরে উদ্ধারকৃত মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন তারা।

এ বিষয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীর বলেন, ৫ আগস্ট এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহেশপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে দুর্বৃত্তরা। যা ঘটে গেছে তা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। তারা এগুলো কখনোই সমর্থন করেন না। তাই শুরু থেকেই এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

ইএইচ

Link copied!